‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে প্রযুক্তিজ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ’
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৯:৫০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে প্রযুক্তি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশের আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাইটেক পার্কগুলোই হবে মূল অর্থনৈতিক চালিকাশক্তি।
আজ শনিবার জামালপুর পৌরসভার মুকুন্দবাড়ী এলাকায় জামালপুর আইটি/হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ১৯৭৫ সালে যখন স্যাটালাইট প্রযুক্তিটাই নতুন, তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন সারাবিশ্বের ইন্টারনেটের সাথে বাংলাদেশকে যুক্ত করতে হলে এখানে ভূ-উপগ্রহ স্টেশন স্থাপন করতে হবে।