You have reached your daily news limit

Please log in to continue


চমকে ভরা ‘গুড বাজ’ নিয়ে যা বললেন অমি

গত রোজার ঈদে ‘ব্যাড বাজ’ শিরোনামে নাটক নির্মাণ করে দারুণ চমক দেখিয়েছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। তার এই নাটকটি লুফে নেয় দর্শক। আর তাইতো ইউটিউবে উন্মুক্তের মাস না যেতেই কোটি ভিউয়ার পায় নাটকটি। এর কমেন্টের ঘর ভরে গেছে দর্শকের ইতিবাচক সব মন্তব্য আর প্রশংসায়।

আসছে কোরবানির ঈদ উপলক্ষে তুমুল আলোচিত ‘ব্যাড বাজ’ নাটকের সিকুয়াল নির্মাণ করেছেন অমি। যার নাম দিয়েছেন ‘গুড বাজ’। যেখানে উঠে আসবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েক বন্ধুর ভ্রমণে গিয়ে নানান উপলব্ধি, প্রেম-ভালোবাসা এবং আরও নানান গল্প। যাতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাফা কবির, পারসা ইভানা, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, শিমুল শর্মা প্রমুখ।

সম্প্রতি কক্সবাজারে গিয়ে নাটকটির শুটিং শেষ করেছেন অমি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন নাটকটির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে। এরমাঝেই ‘গুড বাজ’ নিয়ে নতুন কিছু তথ্যও জানিয়ে রাখলেন ঢাকা পোস্টকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন