You have reached your daily news limit

Please log in to continue


ঈদে তৌসিফ-কেয়ার ‘ঝালফ্রাই’

ফুড ব্লগার ফারিয়া ও রাফসান। দুজনের ভেতরে ফারিয়া কাজ করেন সঠিক বিচার বিবেচনায় আর রাফসান সবসময় ফন্দি আঁটেন কিভাবে ভিউ বাড়ানো যায়। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘ঝালফ্রাই’। গল্পে আরো দেখা যাবে, রাফসানের নানামুখী কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা বেশি আর খাবারের সঠিক রিভিউ করায় ফারিয়ার ভিউ কম। কিন্তু দুজনেই ব্যাপক আলোচিত।

দুজনকে নিয়ে এক নির্মাতা ফুড বিষয়ক একটি কন্টেন্ট তৈরির জন্য আমন্ত্রণ জানান। সেখানে ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটিতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। ইমেল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আসছে ঈদে আরটিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন