![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcia-20220702132556.jpg)
ইউক্রেনের পক্ষে আইএস নিয়োগ দিচ্ছে সিআইএ: স্পুটনিক
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আকস্মিক হামলা চালায় মস্কো। এখন পর্যন্ত সংঘাত বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য সন্ত্রাসী গোষ্ঠী দায়েসের (ইসলামিক স্টেট) জঙ্গিদের নিয়োগ দিতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।