ক্যানসার চিকিৎসায় প্রোটন বিম থেরাপিতে ‘সুফল’ মিলছে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৯:১৬
ক্যানসার চিকিৎসায় নতুন এক দিগন্তের উন্মোচন করেছে প্রোটন বিম থেরাপি। এখন পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে গিয়ে এ সেবা নেওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের ক্যানসার নিরাময়ে এরই মধ্যে অনন্য সাফল্য দেখিয়েছে নতুন এই থেরাপি।
শুক্রবার (১ জুলাই) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ভারতের অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টার (এপিসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জনানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রোটন থেরাপি এক ধরনের রেডিয়েশন থেরাপি, যেখানে প্রোটন নামের ক্ষুদ্র কণার মাধ্যমে ক্যানসার কোষের বিনাশ ঘটানো হয়। প্রোটন যদিও এ যুদ্ধে প্রয়োজনীয় রসদের জোগান দেয়, তবে এটি ফোটন থেরাপির মতো আক্রান্ত টিস্যুর আশেপাশে অন্যান্য সুস্থ টিস্যুর কোনো ধরনের ক্ষতি করে না। ফলে পারিপার্শ্বিক ঝুঁকিমুক্ত অবস্থায় এতে ক্ষতিকর টিউমারের বিনাশ ঘটাতে উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ সম্ভব।