ভবিষ্যতের পৃথিবীব্যক্তিগত ‘গোপনীয়তা’ বলে কিছুই থাকবে না
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যেকোনো নাগরিকের মৌলিক অধিকার হলেও গত কয়েক বছর ধরে মোবাইল ফোনের কথোপকথন কিংবা ভিডিও ফাঁস এক নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ তালিকায় রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, চিত্রতারকার ফোনালাপ ফাঁসের ঘটনাও রয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত কথাবার্তা কখন, কোথায়, কে ফাঁস করছে, তার তো কোনো ইয়ত্তা নেই।
বছর কুড়ি আগেও অবস্থা এতটা সঙিন ছিল না। প্রযুক্তিগত উন্নতি যত ত্বরান্বিত হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের ঘটনা তত বেড়েছে। এ প্রবণতা শুধু দেশেই নয়, সারা বিশ্বেই বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেসি প্রফেশনালস (আইএপিপি) জানিয়েছে, গত বছর শুধু যুক্তরাষ্ট্রেই ১ হাজার ৮৬২টি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।
এশিয়ার দেশগুলোর অবস্থাও তথৈবচ। গত বছর এ অঞ্চলে সবচেয়ে বেশি গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে ইরানে। সেখানে প্রতি ১০০ ইন্টারনেট ব্যবহারকারীর ২৩১টি ইমেইল ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সার্ফশার্ক। শুধু তাই নয়, সার্ফশার্কের তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৩৫ লাখ ৫১ হাজার ৩৮৫ জনের তথ্য বেহাত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ২৪ লাখ ৯৩ হাজার ৭১২, আর ভারতে ৬ লাখ ৭৪ হাজার ৮৪৭। আর সাইবার অপরাধে যুক্তরাজ্য সবার ওপরে। দেশটির প্রতি ১০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে সাইবার অপরাধের শিকার ৪ হাজার ৭৮৩ জন।