কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

এনটিভি প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ১৭:৩৫

হজ করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৫ দিনে মোট আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ পর্যন্ত মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ।


ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সি এক নারী মারা গেছেন। আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। সেজন্য বাংলাদেশ থেকে গত ৫ জুন শুরু হয় হজ ফ্লাইট পরিচালনা। এরপর গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৮ হাজার ১৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৩৮৫ জন এবং ৪৪ হাজার ৭৮৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও