পুতিনকে ফোন, যা নিয়ে আলোচনা করলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।
এ দুই নেতার ফোনে কথোপকথনের বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে মোদির অফিস।
সেই বিবৃতিতে বলা হয়েছে, তারা আলোচনা করেছেন কিভাবে কৃষি, সার এবং ফার্মা পণ্য নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বৈশ্বিক ইস্যুগুলো নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে ছিল আন্তর্জাতিক জ্বালানি এবং খাদ্যের বিষয়টি।
ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য যেন তিনি আলোচনা এবং কূটনৈতিক পন্থাকে বেঁছে নেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে