![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fteachers-20220701134345.jpg)
‘বিচারহীনতার সংস্কৃতিই শিক্ষক লাঞ্ছনার সাহস জোগাচ্ছে’
দেশে বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই শিক্ষক হত্যাসহ শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনাগুলোকে সাহস জোগাচ্ছে বলে দাবি করেছে শিক্ষক সমাজ।
শিক্ষক নেতারা বলছেন, বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিক্ষক নির্যাতন পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এসব ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যরা জড়িত। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই এসব হত্যাকাণ্ড উসকে দিচ্ছে।