Norway: আবার টাইটানিক! বিশালাকার হিমশৈলের সঙ্গে ধাক্কা প্রমোদতরীর, তার পর…
টাইটানিকের কথা মনে আছে? ১৯১২ সালে উত্তর অতলান্তিকে এই বিলাসবহুল জাহাজের সলিলসমাধি হয়েছিল। যার নেপথ্যে ছিল বিশালাকায় এক হিমশৈল। সম্প্রতি নরওয়ের একটি প্রমোদতরীও সেই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়। যা ১৯১২ সালের টাইটানিকের দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে।সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রে ভাসমান একটি প্রমোদতরী।
সেটি জল কেটে এগোতেই হঠাৎ বিশালাকার হিমশৈলের মুখোমুখি হয়। সেই হিমশৈলে ধাক্কাও লাগে প্রমোদতরীটির। সেই ধাক্কায় বিশালাকার হিমশৈলের চেহারাটা ভেসে উঠতে দেখা গিয়েছে। যা দেখে অনেকেরই চোখের সামনে ভেসে উঠেছে টাইটানিকের সেই দৃশ্য। তবে এ যাত্রায় বেঁচে গিয়েছে প্রমোদতরীটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টাইটানিক
- সলিল সমাধি
- প্রমোদতরী