চোখও হতে পারে স্ট্রোকে আক্রান্ত

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ১০:১৪

রেটিনা হলো চোখের সবচেয়ে পেছনের অংশ, যা ব্রেইনের সঙ্গে সরাসরি সংযুক্ত। আমরা যা কিছু দেখি, সবই রেটিনার মাধ্যমে। এতে ১.২ মিলিয়ন নার্ভ ফাইবার থাকে। এর মাধ্যমে আলোর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়ে ব্রেইনের ভিজ্যুয়াল কর্টেক্সে ঢোকে। ফলে আমরা দেখতে পারি। এ নার্ভ ফাইবারগুলো সক্রিয় রাখতে প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন আসে শিরা-উপশিরা হয়ে রক্তের মাধ্যমে। ডায়াবেটিস, হাইপারটেনসন, কিডনি রোগ, রক্তশূন্যতা, ব্লাড ক্যানসারসহ নানা রোগে প্রথম আক্রান্ত হয় রেটিনা। এসব রোগে রেটিনার রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে এবং চোখ অন্ধ হয়ে যেতে পারে। আঘাতেও চোখের রেটিনা ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে।


চোখের স্ট্রোকে যারা আক্রান্ত হয় : ব্রেইন স্ট্রোকের মতো চোখেও স্ট্রোক করে। যাদের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেসারের সঙ্গে ডায়াবেটিস আছে, তাদের চোখে রক্তক্ষরণ হতে পারে। চোখের গুরুত্বপূর্ণ অংশ রেটিনা। এতে অসংখ্য রক্তনালি থাকে। যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না, তাদের রেটিনার রক্তনালির ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। তখন রোগী বুঝতে পারেন হঠাৎ করে তার চোখের দৃষ্টি কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও