যে যুদ্ধের কোনো মীমাংসা নেই
গত ২৫ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানালেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদনেত্স্ক এখন পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। আর এর মধ্য দিয়ে পুরো ইউক্রেন দখলের চেষ্টা থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনের পূর্বমুখী দনবাস অঞ্চলের লুহানস্ক ও দনেস্ক দখলের যে পরিকল্পনা সেটা অনেকটাই সফল হয়েছে; যদিও পার্শ্ববর্তী শহরগুলোতে সরে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রবল প্রতিরোধ অব্যাহত রেখেছে।
এদিকে গত ২৬ জুন জার্মানিতে যখন জি৭ সম্মেলনের প্রথম দিনে সদস্য রাষ্ট্রের নেতারা সমবেত, এমন সময় রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক মিসাইল নিক্ষেপের মধ্য দিয়ে জি৭ নেতাদের নতুন করে রাশিয়া এই যুদ্ধে তাদের সরব অবস্থানের বার্তা দিয়ে দিল। তারা বোঝাতে চাইল যে এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা শক্তির মদদ সত্ত্বেও রাশিয়া খুব ভালো অবস্থানে রয়েছে এবং কিয়েভেও তারা নিয়ন্ত্রণে নিয়ে ইউক্রেন সরকারের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে যাচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- ইউক্রেন
- ইউক্রেন সংকট
- জি-৭
- ইউক্রেন সংকট