আইবিএমের প্রথম ক্লাউডভিত্তিক মেইনফ্রেম উন্মোচন
প্রথম ঘোষণার প্রায় কয়েক মাস পর ক্লাউডভিত্তিক প্রথম মেইনফ্রেম উন্মোচনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। গতকাল এ পরিষেবা চালু করা হয়েছে। খবর টেকরাডার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের মালিকানাধীন জি/ওএস চালিত মেইনফ্রেমগুলো এখন থেকে ক্লাউডে পাওয়া যাবে। তবে দুঃখের বিষয় প্রাথমিক পর্যায়ে বর্তমানে আইবিএম ক্লাউডের বিদ্যমান ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি চালু করা হবে। এছাড়া মেইনফ্রেমে প্রবেশ করতে হলে গ্রাহকরা যে আইবিএমের বিক্রি প্রক্রিয়া ব্যবহার করছে সেটি নিশ্চিত করতে হবে।
প্রথম পর্যায়ে এটি কার্যকরী পরিষেবা হিসেবেই আসবে। ব্যবহারকারীরা বিদ্যমান মেইনফ্রেমগুলোর কাস্টম ছবি তৈরি করতে পারবে। তবে আইবিএম ব্যবহারকারীদের এটিকে আসন্ন সুবিধার পরীক্ষা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে জি/ওএস ভিত্তিক অ্যাপলিকেশনগুলোর ব্যবহার আরো সহজ করতে চায় আইবিএম। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির নিজস্ব বিক্রি ব্যবস্থা বিস্তার লাভ করবে।