ঈদের আগেই নিজের যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ২১:১৫
ঈদের সময় নিজেকে সতেজ রাখতে চান সবাই। এত বড় উৎসব-আয়োজনে কাজের ঝক্কিও থাকে বেশ। আর রোজকার জীবনে ব্যস্ততা তো এক অমোঘ সত্য। তার মধ্যেই সহজ উপায়ে নিজের যত্ন নিতে পারেন ঈদের আগের সপ্তাহখানেক সময়ে।
লাবণ্যময় ত্বকের জন্য ত্বক পরিষ্কার এবং আর্দ্র রাখাটা ভীষণ প্রয়োজনীয়। টোনিংও আবশ্যক। রোজ মুখ পরিষ্কার করতে দারুণ কাজে দেবে প্রাকৃতিক উপকরণ বেসন। স্বাভাবিক ও শুষ্ক ত্বকের জন্য ছোলার ডালের বেসনের সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে ২ থেকে ৩ মিনিট মুখে মালিশ করে ধুয়ে ফেলুন। আর ত্বক তৈলাক্ত প্রকৃতির হলে মটর ডালের বেসনের সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল বা পানি মিশিয়ে একইভাবে ব্যবহার করুন। এমনটাই পরামর্শ দিলেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।
এই কয়েকটা দিন প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। তাঁর কাছ থেকেই ধাপগুলো জেনে নেওয়া যাক।