এই ঈদে শিশুদের ফ্রকে যে ধরনের কাট থাকছে

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১২:২৯

মেয়েশিশুদের জন্য ফ্রকের চল বরাবরই ছিল, এখনো আছে। উৎসব ঘিরে এবার ফ্রকে দেখা যাবে নানা রকম ডিজাইন।


আরাম দেবে সুতি


উৎসবে শিশুর চলাফেরা, খেলাধুলা বেড়ে যায়। তাই শিশু যেন পোশাকের ভারে হাঁপিয়ে না ওঠে, সেদিকটায় খেয়াল রাখতে হবে। গরম বিবেচনায় সুতি ফ্রকের প্রাধান্য থাকবে। নকশায় বাহার আনতে হাতা ও গলায় ছোট ছোট কুঁচি দেখা যাবে। সাধারণ ডিজাইনের সঙ্গে ‘এ লাইন’ আকারটাও থাকবে। আনারকলি ধাঁচেও দেখা যাবে ফ্রক। সুতির ফ্রকগুলোতে ব্লক, এমব্রয়ডারি, সুতার কাজ করা হয়েছে এবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও