তিস্তায় পানি কমলেও বাড়ছে ভাঙন
লালমনিরহাটে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বুধবার রাত থেকে কমতে শুরু করেছে তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি। তবে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। পানিবন্দি পরিবারগুলোর দুর্ভোগ বেড়েছে। শুকনো খাবার খেয়ে পরিবারগুলো রাত পার করছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় লালমিনরহাটের হাতীবান্ধায় তিস্তার দোয়ানী পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.৬০) পানি। এছাড়া বুধবার ধরলার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার তা কমে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।