সেপ্টেম্বর থেকে স্মার্টফোনের চাহিদা পুনরুদ্ধারের আভাস
সাম্প্রতিক মাসগুলোয় স্মার্টফোনের চাহিদা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন এশীয় বিনিয়োগকারীরা। ইউক্রেন যুদ্ধ ও চীনে দুই মাসের লকডাউনে স্মার্টফোন বিক্রিতে বেশ ধাক্কা খায়। এজন্য চলতি প্রান্তিকসহ পরবর্তী কয়েক প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে শ্লথগতির আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু বিজনেস কোরিয়ার সম্প্রতি প্রকাশিত এশিয়ান মার্কেটিং রিভিউতে বলা হয়, সেপ্টেম্বরেই ঘুরে দাঁড়াতে পারে স্মার্টফোন খাত। খবর গিজচায়না।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বাধিক স্মার্টফোন বিক্রেতা কোম্পানি স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি ১৫ শতাংশ কমে ৬ কোটি ১০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। মে ও জুনে চীনা স্মার্টফোন নির্মাতাদের সরবরাহ অনেক কমেছে। বছরের শেষের দিকে কী পরিমাণ স্মার্টফোন বিক্রি হবে তার পূর্বাভাস দেয়া এখনো কঠিন।
বিনিয়োগকারীরা যেসব বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী তা হলো, গ্রেটার চায়না কোম্পানি ও এসইসিতে স্মার্টফোনের নিম্নমুখী প্রবণতা, বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্ট আগের অবস্থায় ফেরার সময়কাল, এক্সআর মডেলের উন্মোচন ও এক্সআর ইন্ডাস্ট্রির সম্প্রসারণ।