![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/06/30/image-567935-1656549121.jpg)
একটি অসুস্থ সমাজ অসুস্থ প্রজন্মেরই জন্ম দেয়
গত কয়েকদিনে কিছু ঘটনা ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও ঘটবে।
সমাজবিরোধী এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা কিশোর বয়সি। যদি তারা কৈশোরের সীমারেখা অতিক্রম করে থাকে, তাও ১৮ বছর বয়সি একজন শিশুর তুলনায় এরা বড়জোর ২-৪ বছর বেশি বয়সি হবে।
এখন দেখা যাক, কী ঘটেছে? ২৮ জুন একটি পত্রিকার পাতার মাঝামাঝি জায়গায় গুরুত্ব দিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার শিরোনাম হলো, ছাত্র ভয়ংকর-শিক্ষককে পিটিয়ে হত্যা। এরপর সংবাদে সারাংশ হিসাবে লেখা হয়েছে, সাভারে কিশোর গ্যাং চালাত দশম শ্রেণির ছাত্র জিতু এবং ছাত্রীদের উত্ত্যক্ত করায় বিভিন্ন সময় শাসন করেন শিক্ষক উৎপল।