দরজি কানহাইয়া লাল খুনে পাকিস্তানি গোষ্ঠী দায়ী, দাবি ভারতের
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে দরজি কানহাইয়া লাল হত্যায় পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী দাওয়াত-ই-ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করেছে ভারত। বুধবার এ ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচ জনকে।
পুলিশ ও তদন্তকারী দলের একাধিক সূত্র বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানায়, হত্যার প্রধান দুই আসামির একজন—রিয়াস আনসারির সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসীগোষ্ঠী দাওয়াত-ই-ইসলামের যোগাযোগ ছিল। তাঁর মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন অন্তত ১০টি পাকিস্তানি মোবাইল নম্বর পাওয়া গেছে।