কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

www.ajkerpatrika.com সৌদি আরব প্রকাশিত: ২৯ জুন ২০২২, ২১:২৩

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা। বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাঁদের জরিমানার আওতায় আনা হবে।



টুইটারে দেওয়া এক বিবৃতিতে জেনারেল সিকিউরিটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি বিন মোহাম্মদ আল শুওয়াইরখ জানিয়েছেন, যারা হজ করতে ইচ্ছুক তাঁদের অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে। মক্কার গ্র্যান্ড মসজিদে যাওয়ার পথের নিরাপত্তায় থাকা কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। পবিত্র স্থানে নিয়ম লঙ্ঘনকারীদের প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। 



চলতি বছর মোট ১০ লাখ মানুষকে হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। ছবি: সংগৃহীতআরব নিউজের প্রতিবেদনে জানা যায়, চলতি বছর মোট ১০ লাখ মানুষকে হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। করোনা মহামারির কারণে গত দুই বছর হজ পালনে বিধিনিষেধের মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য বিধিনিষেধ শিথিল করে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও