সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৯:২৮
পিন্টারেস্ট ইনকর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বেন সিলবারম্যান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিল রেডি।
অ্যালফাবেট ইনকর্পোরেটেড মালিকানাধীন সার্চ জায়ান্ট গুগলের বাণিজ্য এবং লেনদেন বিভাগের নির্বাহী পদে দুই বছর দায়িত্ব পালন করেছেন ৪২ বছর বয়সী রেডি। এ ছাড়া, পেপালের নেতৃস্থানীয় পদেও কাজ করেছেন তিনি।
পিন্টারেস্ট সিইও’র সরে দাঁড়ানোর খবর আসার পর মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে নয় শতাংশ। রয়টার্সের প্রতিবেদন বলছে, বিজ্ঞাপন ভিত্তিক ব্যবসায়িক মডেলের চেয়ে ই-কমার্স উদ্যোগেই বেশি জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
পিন্টারেস্টের সিইও হিসেবে দায়িত্ব পালন করা সিলবারম্যানের ১২ বছর মেয়াদের ইতি টানলো রেডির নিয়োগ। ২০১০ সাল থেকেই সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পিন্টারেস্ট
- অ্যালফাবেট