![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/06/29/image-268036.jpg)
গাজীপুরে পোশাক কারখানার ১৫ নারী শ্রমিক হঠাৎ অসুস্থ
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ১৫ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে অবস্থিত আরবালা ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর ১২টার পর কারখানার শ্রমিকদের দুপুরের খাবার বিরতি দেওয়া হয়। শ্রমিকরা হাত-মুখ পরিষ্কার করে খেতে বসার আগে একজন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ার মাঝেই আরও কিছু শ্রমিক অসুস্থ হন। পরে কিছু শ্রমিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পোশাক কারখানা
- কারখানা শ্রমিক