নৈশ প্রহরীকে বেঁধে চা কার্যালয়ে আগুন, পুড়ল ৫০ বছরের নথিপত্র

ডেইলি বাংলাদেশ কমলগঞ্জ প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৬:২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির ধলই চা বাগানের অফিস কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে কার্যালয়ে রক্ষিত অর্ধশত বছরের সব নথিপত্র।   আগুন নেভানোর চেষ্টাকালে কার্যালয়ের দুই নৈশ প্রহরী প্রসাদ পাশী ও সৎ নারায়ণ রাজভর গুরুতর আহত হয়েছেন।


বর্তমানে দুজন সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, মঙ্গলবার রাত তিনটার দিকে অফিস কার্যালয়ের হিসাব রক্ষকের কক্ষ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাগানের প্রধান ব্যবস্থাপকের কক্ষসহ সহকারী ব্যবস্থাপকের কক্ষ, জেনারেল কক্ষ, টিল্লাকার্কের কক্ষসহ পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। রাতের এ অগ্নিকাণ্ডে অফিসের কোনো নথিপত্র বের করা সম্ভব হয়নি। পরে স্থানীয় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়।  অফিস কার্যালয়ের পাশে স্টোর রুমে ডিউটিরত নৈশ প্রহরী বাবলু ফুলমালী বলেন, স্টোর রুমের বারান্দায় ঘুমিয়ে ছিলাম। রাত পৌনে তিনটার দিকে মুখোশ পরা একদল লোক আমাকে বেঁধে ফেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও