নূপুর শর্মার পক্ষে পোস্ট, ভারতে দরজিকে হত্যার পর মোদিকে হুমকি

প্রথম আলো রাজস্থান প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১১:১৬

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে জনাকীর্ণ বাজারের ভেতর এক দরজিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামলাকারীরা। ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।


স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের পর উদয়পুরজুড়ে ব্যাপক উত্তেজনা চলছে। ২৪ ঘণ্টার জন্য রাজস্থানে বড় জমায়েত নিষিদ্ধ এবং ইন্টারনেটের সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে ওই ভিডিও দেখে গোস মোহাম্মদ ও রিয়াজ নামের দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি কানহাইয়া লাল নামের এক দরজির দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে হামলা চালান। পুলিশ বলছে, হামলাকারীরা ওই দরজির শিরশ্ছেদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।


ভিডিওতে আরও দেখা গেছে, হামলার আগে দুই ব্যক্তির একজনের গায়ের মাপ নিচ্ছিলেন দরজি। ক্যামেরার সামনে হত্যাকারীদের বেশ উল্লসিত দেখাচ্ছিল। তাঁরা একপর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও