প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৯:১৪

পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর এসবের প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশে জমা হয় শহরের উন্মুক্ত কোনো জায়গায়। 



কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ে জমে যায়, যা মাটির জন্য ক্ষতিকারক এবং জলজ প্রাণীর বেঁচে থাকার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।


প্লাস্টিকের এসব বোতলে গাছ লাগানো যায়।



এ জন্য পানি বা তেলের ছোট বা মাঝারি আকারের বোতল মাঝ বরাবর কেটে নিতে হবে। নিচের এক ভাগ ও ওপরের কর্ক লাগানো আরেকটি ভাগ হবে বোতলটির। 


এবার মনের মতো করে দুটি অংশকে রং করে নিতে হবে। পারলে নকশাও করে নেওয়া যায়। রং ভালোভাবে শুকালে তাতে মাটি ভরে লাগাতে হবে ছোট অ্যালোভেরা, ক্যাকটাস বা সাকুলান্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও