২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
বার্সেলোনায় অন্তত ২০৩০ সাল পর্যন্ত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’ আয়োজনটি হওয়ার কথা নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স অ্যাসোসিয়েশন (জিএসএম)’।
কাতালুনিয়ার রাজধানীতে মেগা ইভেন্টটির আয়োজন শুরু হয়েছে ২০০৬ সাল থেকে। ২০১৩ সাল থেকে ‘ফিরা দে বার্সেলোনা গ্রান ভিয়া’ ভেন্যুতে আয়োজন হচ্ছে ইভেন্টটি।
দুই আয়োজক ‘জিএসএমএ’ এবং ‘হোস্ট সিটি পার্টিস’-এর মধ্যকার চুক্তি শেষ হওয়ার কথা ২০২৩ সালে। তবে, ২০২০ সালের আয়োজন বাতিল হওয়ায় চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে রাজি হয়েছে দুই পক্ষ।
বার্সেলোনায় ‘এমডব্লিউসি’ আয়োজন
মহামারীর আগের বছর এই আয়োজনে যোগ দিয়েছিল এক লাখের বেশি দর্শক। হ্যান্ডসেট বিক্রেতা, অপারেটর, সরঞ্জাম নির্মাতা, গাড়ি নির্মাতা, শীর্ষ আইটি সেবাদাতা, অ্যাপ নির্মাতা ও মোবাইল ইকোসিস্টেম নিয়ে আগ্রহী ব্যক্তিরা হাজির ছিলেন ওই আয়োজনে।