নাৎসি বাহিনীর শতবর্ষী গার্ডের ৫ বছরের কারাদণ্ড
জার্মানির একটি আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে গার্ডের দায়িত্ব পালনকালে বহু মানুষ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে জোসেফ শুয়েৎজকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।
আল জাজিরা জানায়, হলোকাস্টের সময় ১০১ বছর বয়স্ক জোসেফ শুয়েৎজ ক্যাম্পে মানুষ হত্যায় জড়িত ছিল বলে আদালতের রায়ে বলা হয়।
জোসেফ শুয়েৎজের বিরুদ্ধে ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে উত্তর বার্লিনের একটি নাৎসি ক্যাম্পে গার্ড হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। সেসময় তিনি নাৎসি সেনাদের সঙ্গে মিলে বহু মানুষের প্রাণহানির ঘটনায় জড়িত ছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানুষ হত্যা
- নাৎসী আস্তানা