ফ্রিজ ভালো রাখার সহজ কৌশল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৬:১৭
আমাদের আধুনিক জীবনে ফ্রিজ একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস। তবে ছোটখাটো কিছু ভুলের জন্যই ফ্রিজকে বেশি শক্তি ব্যয় করতে হয়। এতে ফ্রিজ নষ্ট হয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কাজ করলে ফ্রিজের শক্তি কম ব্যয় হবে।
অকারণে দরজা না খোলা
ফ্রিজের দরজা যত কম খুলবেন; ততই ফ্রিজের ভেতরের অবস্থা ভালো থাকবে। কিছু রাখার জন্য বারবার ফ্রিজ না খুলে একসাথে গুছিয়ে সব একবারে রাখুন বা বের করুন।