You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ার ‘হিরো আলম’ এর দাম ৮ লাখ

লম্বায় ৮ ফুট, উচ্চতায় সাড়ে ৫ ফুট এবং ওজন ৯০০ কেজি। হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই ষাড়টির নাম ‘হিরো আলম’ দিয়েছেন এর মালিক মো. জিয়াম। কালো এবং সাদা রংয়ের ষাড়টি এবার কোরবানি উপলক্ষে বিক্রি করা হবে।

খামারি বলছেন, ষাড়টির দাম আট লাখ টাকা।

বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার যুবক জিয়াম হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ পড়াশোনা করছেন। পাশাপাশি বাবার ব্যবসায় সহযোগিতা এবং গরু পালন করছেন।

জিয়াম বলেন, তার বাবা-দাদারা পূর্ব থেকেই বাড়িতে গরু পালন করতেন। ‘হিরো আলম’ তাদের বাড়িতেই জন্মগ্রহণ করেছে। বয়স প্রায় চার বছর। তবে তাদের বাড়িতে গরু পালন করলেও এত বড় কখনও করা হয়নি। অল্প সময়ের মধ্যেই গরু বিক্রি করা হতো।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন