![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F4-12-cover-20220628151933.jpg)
রংপুরে বেড়েছে পেঁয়াজের দাম, কমেছে মুরগির
সপ্তাহের ব্যবধানে রংপুরে আরও কমেছে মুরগির দাম। সব ধরনের মুরগির দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে। তবে বেড়েছে পেঁয়াজ ও আলুসহ অন্যান্য সবজির দাম। এছাড়া চাল, ডাল, তেল ও মাছ-মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ১৫-২০ টাকা কমে ১৪০-১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা পর্যায়ে পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা থেকে কমে ২৪০-২৫০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৪০-২৫০ টাকা এবং দেশি মুরগি ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে।