মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি

www.ajkerpatrika.com এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৫:২০

বাংলাদেশ স্বাধীনতার অর্ধশতাব্দী পূর্ণ করে ৫২ বছরে পা দিয়েছে। স্বাধীনতার এত বছর পর এ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে নিশ্চিতভাবেই বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে ঈর্ষণীয় হারে। বাংলাদেশের অর্থনীতি এখন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় এবং বিশ্বে ৪১তম। অর্থনীতির উন্নতির এ গতি যদি ধরে রাখা যায়, তাহলে ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।


বাংলাদেশের শুরুটা এমন ছিল না। স্বাধীনতার অব্যবহিত পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ অর্থনৈতিকভাবে ছিল পরনির্ভর ও ঋণনির্ভরশীল এক দেশ। শূন্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে উন্নয়নের কৌশল পরিবর্তন ও বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আজকের এ অবস্থানে এসে পৌঁছেছে। স্বাধীনতার পর যেখানে মাথাপিছু আয় ছিল মাত্র ১২৯ মার্কিন ডলার, বর্তমানে তা বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও