কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঁঠাল পাড়ায় নোবিপ্রবির দুই ছাত্রীকে শোকজ

জাগো নিউজ ২৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৪:১৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দুই ছাত্রীকে বিনা অনুমতিতে কাঁঠাল পাড়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকালে শোকজের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন।


তিনি বলেন, ছাত্রীরা গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ জন্য ব্যাখ্যা চেয়ে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে গত ২২ জুন ওই দুই ছাত্রীকে অফিসিয়াল চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, ‘গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে গেছেন। ইতোপূর্বেও গাছ থেকে আরও কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা খোয়া গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। বিনা অনুমতিতে সরকারি সম্পদ নিয়ে যাওয়া আইন সম্মত নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও