কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চার্জ করার সময় ফোনে কথা বলা কি বিপজ্জনক

নানা বিষয় নিয়ে প্রচলিত কিছু ধারণা, বিশ্বাস আছে। যেসব আসলে মিথ। কম্পিউটার বা মুঠোফোনের প্রযুক্তি সম্পর্কেও এমন মিথ শোনা যায়। কিন্তু প্রকৃত সত্য ভিন্ন। জেনে নেওয়া যাক খুব প্রচলিত ১০টি ভুল ধারণা সম্পর্কে।

১. রিফ্রেশ বাটন উইন্ডোজের গতি বাড়ায়

প্রচলিত: রিফ্রেশ বাটনে ক্লিক করলে উইন্ডোজচালিত কম্পিউটারের গতি বাড়ে এবং সবকিছু আগের থেকে সাবলীলভাবে চলে।

সত্য: রিফ্রেশ বাটনের কাজ পুরোই আলাদা। রিফ্রেশে ক্লিক করলে এটি প্রোগ্রামের কোনো ত্রুটি বা সাময়িক সমস্যা দূর করে। ধরা যাক আপনি একটি ফোল্ডার তৈরি করেছেন। কিন্তু সেটির নাম দেখা যাচ্ছে না। রিফ্রেশ করলে নামসহ ফোল্ডারটি দেখা যাবে। কম্পিউটারের গতি বাড়ানোর সঙ্গে রিফ্রেশের কোনো সম্পর্ক নেই।  

২. চার্জ করার সময় কখনোই মুঠোফোনে কথা বলবেন না

প্রচলিত: মুঠোফোন চার্জে দিয়ে কখনোই কথা বলা যাবে না। এটি বিস্ফোরিত হয়ে আহত হতে পারেন, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

সত্য: এই মিথ সম্ভবত সবচেয়ে বেশি বিশ্বাস করেন মুঠোফোন ব্যবহারকারীরা। কিন্তু এটা একেবারেই ভ্রান্ত ধারণা। সাধারণ মোবাইল বা স্মার্টফোনের বিস্ফোরিত হওয়ার প্রবণতা একেবারেই কম। যদি ত্রুটিযুক্ত চার্জার দিয়ে চার্জ করা হয় কিংবা ফোন তৈরির সময় যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তবে ফোন বিস্ফোরিত হতে পারে। যেমন স্যামসাং নোট ৭-এর কিছু সেটে এমন সমস্যা ছিল। চার্জ করার সময় কথা বলা বা ফোন ব্যবহার করার সঙ্গে বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই।

চার্জ করার সময় ফোন যদি মাত্রারিক্ত গরম হয়, তবে বুঝবেন চার্জার বা ফোনের ব্যাটারিতে সমস্যা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন