You have reached your daily news limit

Please log in to continue


গার্লফ্রেন্ড হলে মুঠোফোন কিনে দেবেন!

হালে অন্তর্জাল যেন একাই দখল করে রেখেছেন ভারতীয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। তাঁর ভিডিও প্রকাশ মানেই ভাইরাল। উরফি এখন ভাইরাল শব্দের সমার্থক বনে গেছেন!

টাইমস অব ইন্ডিয়ার খবর, ভক্তদের জন্য ভিডিও কনটেন্ট তৈরিতে সুপরিচিত উরফি জাভেদ। তাঁর নজরকাড়া পোশাক ও দুষ্টুমি অন্তর্জালবাসীর আনন্দের খোরাক। তাই তিনি যা-ই পোস্ট করুন না কেন, নিমিষেই ভাইরাল।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। সেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনাবশত ফুলের পরিবর্তে হাত থেকে মুঠোফোন ছুড়ে ফেলছেন এ ডিভা। মুহূর্তের মধ্যে ওই মুঠোফোনের ওপর দিয়ে চলে যায় একজন মোটরসাইকেল আরোহী। যা হওয়ার তা-ই হলো। চুরমার সাধের মুঠোফোন।

ওই ভিডিও পছন্দ করেছেন অনেকেই। তাঁরা উরফিকে ভালোবাসা উগড়ে দিয়েছেন। তবে বিপরীত মতও রয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘ফেইক ফোন।’ আরেক জন লিখেছেন, ‘অভাব না থাকলে যা হয়।’ অপরজন লিখেছেন, ‘আসল নয়, ডামি ফোন মনে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন