কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১২০০ কেজির 'নানাভাই', দাম হাঁকা হচ্ছে ১০ লাখ

সমকাল সিংগাইর প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৮:৩০

কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ১২০০ কেজি ওজনের ষাঁড় প্রস্তুত করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা গ্রামের সেলিম দেওয়ান। ষাঁড়টির নাম রাখা হয়েছে 'নানাভাই'। নাতনিকে উপহার দেওয়ায় ষাঁড়টির নামকরণ করেন সেলিম। গরুটির বয়স তিন বছর। নানভাইয়ের জন্য দাম হেঁকেছেন ১০ লাখ টাকা। 


খামারি সেলিম দেওয়ান জানান, ৪ বছর আগে তার মেয়ের ঘরের নাতিন তাসকিয়া আক্তারের জন্ম হয়। এর পর তার বাড়িতে বেড়াতে আসা অতিথিরা নাতিনকে দেখে খুশি হয়ে ৩০ হাজার টাকা দেয়। দেড় বছর আগে নাতিনকে ওই ৩০ হাজার টাকা দিয়ে ষাঁড় কিনে দেই। নাতনির কথা চিন্তা করে ষাঁড়টির নামকরণ করা হয় নানাভাই। পরিবারের সবাই নানাভাইকে খুব যত্ন করে।   


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও