You have reached your daily news limit

Please log in to continue


সোনাগাজীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজীতে জমি জবরদখলে বাধা দেয়ায় তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।  আহতরা হলেন, জিয়াউল হক, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং তার ভাই আবদুল হক। সোমবার সকাল সাড়ে সাতটায় সোনাগাজী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের জিয়াউল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জিয়াউল হককে ফেনী জেনারেল হাসপাতাল এবং তার স্ত্রী-ভাইকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, চরগণেশ গ্রামের বাসিন্দা জিয়াউল হকের সঙ্গে একই বাড়ির মাহবুল হকের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। সকাল সাড়ে সাতটার দিকে মাহবুল হক ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী এনে জিয়াউল হকের জমিতে টিনের বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা চালায়।  এ সময় জিয়াউল হক বাধা দিলে মাহবুল হক, তার ছেলে সাইফুল ইসলাম রাজু, স্ত্রী রোশনারা বেগম, আসমা আক্তার, ভাড়াটে সন্ত্রাসী হোসেন আহমদ শামীম ও আবুল কাসেম সহ ২০-২৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন