‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৬:২৩
ব্যবহারকারীকে বিভিন্ন ভিডিও, অনুষ্ঠান ও লাইভস্ট্রিম দেখানো ‘ফেইসবুক ওয়াচ’ অ্যাপটি সম্ভবত আর থাকছেনা অ্যাপল টিভিতে।
এরইমধ্যে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, সাম্প্রতিক আপডেটের পর ‘ওয়াচ’ অ্যাপে আর প্রবেশ করতে পারছেন না তারা। বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।
‘অ্যাপল টিভি ৪কে’-তে ‘ফেইসবুক ওয়াচ’-এ প্রবেশের চেষ্টা করার পরপরই ফেইসবুকের তরফ থেকে একটি ‘বার্তা’ পেয়েছেন একজন ব্যবহারকারী। ওই বার্তার ছবি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমার্সকে শেয়ার করেছেন তিনি।
“ফেইসবুক ওয়াচ টিভি অ্যাপটি আর নেই, তবে আপনি ফেইসবুকের ‘www.facebook.com/watch’-এ প্রবেশ করে অনেক ভিডিও খুঁজে পাবেন।” --বেশ কয়েকজন ব্যবহারকারী একই বার্তা পাওয়ার অভিযোগ জানিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে