পদ্মা সেতু: আমাদের ইচ্ছাশক্তির জয়
বাংলাদেশের ছোট–বড় অনেক প্রকল্প নিয়ে সন্তুষ্টি যেমন আছে, সমালোচনাও আছে। অনেক প্রকল্পে নকশাগত ত্রুটি বা কারিগরি দুর্বলতা আছে। তৈরির কিছুদিনের মধ্যে সেতু ভেঙে পড়ার ঘটনাও আছে। এমন ফ্লাইওভারও আছে, যেগুলো যানজট কমানোর পরিবর্তে বাড়াচ্ছে বরং। প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে খরচ না করা বা নয়ছয় করার অভিযোগ আছে। এসবই বাংলাদেশের বাস্তবতার অংশ। দুর্নীতি নির্মূলে আন্তরিকতার অভাব দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সংস্থা থেকে নিয়ে ব্যক্তি পর্যায় পর্যন্ত সর্বত্র। বস্তুত যে সমাজে সততার একটি সংজ্ঞা হচ্ছে ‘সুযোগের অভাব’, সেখানে নানা নয়ছয়ের অভিযোগ ওঠাটা স্বাভাবিক। প্রকল্পের খরচের সঙ্গে প্রকল্প থেকে পাওয়া লাভের হিসাবের গরমিলও আছে। বাংলাদেশে বাস্তবায়িত
অনেক প্রকল্পের খরচের তুলনায় উপকার বা সুবিধা পাওয়া গেছে কম। দু–একটি প্রকল্প পরিবেশের যে ক্ষতি করবে, তা দীর্ঘ মেয়াদে এদের থেকে পাওয়া লাভকে পেছনে ফেলে দেবে।