পদ্মা সেতু: অর্থনৈতিক করিডর হিসেবে কাজ করবে

প্রথম আলো পদ্মা সেতু প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১৬:০১

দেশীয় অর্থায়নে, দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি পদ্মা সেতু এ দেশের বিভিন্ন খাতের শিল্পোদ্যোক্তাদের সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এ সেতু প্রকল্পে দেশীয় পণ্য সরবরাহের পাশাপাশি উৎপাদন সক্ষমতাও বেড়েছে রড, সিমেন্টসহ আরও অনেক খাতের। পদ্মা সেতু প্রকল্পের কাজের সঙ্গে জড়িত সিমেন্ট, রড, নির্মাণ খাতের শিল্পোদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথম আলোকে। কথা বলেছেন সুজয় মহাজন।


পদ্মা সেতু প্রকল্পে ব্যবহৃত পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিশেষ প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করতে হয়েছে। এতে নিশ্চিত হয়েছে সম্পূর্ণ রি-বারের ইউনিফর্ম, ইউনিফর্ম ডায়ামিটার, সর্বোচ্চ শক্তির টেম্পারড মার্টেনসাইট রিং ইত্যাদি সুবিধা। পদ্মা সেতুর মতো প্রকল্প হয়তো দেশে সচরাচর খুব বেশি হবে না। কারণ, এ জন্য প্রয়োজন বিপুল অর্থের।


পদ্মা সেতু তৈরির এ সাহসী পদক্ষেপ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করবে। এতে এ দেশের মানুষ ও পণ্যের ভালো ভাবমূর্তি তৈরি হবে বহির্বিশ্বে। এ সেতু প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারা আমাদের জন্য বিশাল এক অভিজ্ঞতা। এ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা যেমন গর্বিত, তেমনি সরকারের প্রতিও কৃতজ্ঞ। এই প্রকল্পের কারণে আমাদের উৎপাদন ক্ষমতা কিছুটা হলেও বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও