বাংলাদেশের সক্ষমতার প্রতীক
পদ্মা সেতু প্রকল্পের দুই প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, টোল প্লাজা, নদীশাসনসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল আমাদের প্রতিষ্ঠান। এ প্রকল্পের শুরুতেই সার্ভিস এরিয়া তৈরির কাজটি পেয়েছিলাম আমরা। আমাদের ১২ মাসের মধ্যে কাজ বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু কাজটি করতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ি।
কারণ, সার্ভিস এরিয়ার কাজ করতে গিয়ে দেখি, সেখানকার ৪০ বা ৫০ ফুট পর্যন্ত মাটির কোনো ধরনের ধারণক্ষমতাই নেই। মাটির এ অবস্থার উন্নতি করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। আর কাজটি করতে আমাদের প্রযুক্তিতে বড় বিনিয়োগ করতে হয়। প্রায় এক কোটি মার্কিন ডলার খরচ করে জার্মানি থেকে দুটি মেশিন নিয়ে আসি। এরপর কাজটি সময়মতো শেষ করি।