আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’
এনটিভি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১৬:০০
দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে ভিন্ন অনুভূতির গান করলেন গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন।
সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচেগানে মাতোয়ারা হয়েছেন একঝাঁক তরুণীর সঙ্গে। আঁখি আলমগীর জানালেন, ‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে, তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি।
- ট্যাগ:
- বিনোদন
- লোকগান
- গান
- আঁখি আলমগীর