আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
‘এনহ্যান্সড সেইফ ব্রাউজিং’ নামের নিরাপত্তা ফিচার আসছে ক্রোমের আইওএস সংস্করণে। ফিচারটি আগে ক্রোমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে ছিল। গুগলের সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট ইউআরএল শেয়ার ও সম্ভাব্য ‘ক্ষতিকারক’ সাইটের ডেটাবেজ রাখবে ফিচারটি।
ব্রাউজারের বিভিন্ন আপডেটের অংশ হিসেবে গুগল ফিচারটি আইওএস-এ আনার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার। গুগল বলছে, আইওএস-এর পরবর্তী সংস্করণ উন্মোচনের সঙ্গেই আইফোন এবং আইপ্যাডে আসবে ফিচারটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইওএস-এ নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার পাশাপাশি ব্রাউজারের ‘বিল্ট-ইন ট্রান্সলেশন’ ফিচার উন্নত করার কথাও বলেছে গুগল।
ভিন্ন ভাষার সাইট পরিদর্শনের সময় ব্যবহারকারীর বোঝার সুবিধার্থে আগের তুলনায় আরও সঠিক অনুবাদ করবে এই ভাষা শনাক্তকরণ মডেল।
ব্যবহারকারীর ইন্টারফেইসেও পরিবর্তন আনছে গুগল। এর মধ্যে রয়েছে ‘গুগল অ্যাকশনস’ ফিচার, যেখানে ব্রাউজিং ডেটা মোছার এবং লেখা বা কথা বলার মাধ্যমে অ্যাড্রেস বারে গোপন ট্যাব খোলার সুবিধা পাবেন ব্যবহারকারী।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিরাপত্তা ফিচার
- গুগল ক্রোম