গান গেয়ে ও নিজের আঁকা ছবি বিক্রি করে বন্যার্তদের পাশে অর্ণব
সিলেট ও সুনামগঞ্জ বন্যায় বিপর্যস্ত। বন্যার্ত মানুষের হাহাকার এসে বিঁধছে রাজধানীতে বসবাস করা মানুষের বুকেও। রাজধানীর মানুষরা ছুটছেন সিলেট সুনামগঞ্জের দিকে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। ছুটে গেছেন অভিনেতা রিয়াজ, নিপুণ, সাইমন সাদিক, অনন্ত জলিল, ডিপজল, মাহিয়া মাহি, তাশরীফ, সোলায়মান সুখন ও অমানুষ চলচ্চিত্র টিম।
এবার সিলেটে পাশে দাঁড়াতে চাইছেন কণ্ঠশিল্পী অর্ণব। নিজের আঁকা ছবি ভিক্রি করে ও গান গেয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন কাঠ গোলাপের গায়ক। নিওজেই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে জানিয়েছেন আগামী ২৭ জুন অঁলিয়স ফ্রঁসেসে অর্ণব ও তার বন্ধু বান্ধবেরা গাইবেন। সেই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ও নিজের আঁকা ছবি বিক্রি করে যে টাকা পাবেন তা সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য ব্যয় করবেন। অর্ণব বলেন, আমি অর্ণব। আগামী ২৭ জুন সোমবার সন্ধ্যায় আমি ও আমার বন্ধুরা আগামী ২৭ তারিখে অঁলিয়স ফ্রঁসেসে গাইবো। এই আয়োজন থেকে সংগৃহীত টাকা যাবে সিলেট অঞ্চলের বন্যার্তদের পুনর্বাসনের জন্য। সুনামগঞ্জের প্রত্যন্ত তাহিরপুর থেকে ঘর তোলার কাজ শুরু করা হবে। এছাড়াও আমার আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী হবে। সেখান থেকে বিক্রি হওয়া অর্থও যাবে সেই ফান্ডে।