কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকটকে এখন সবচেয়ে বেশি অনুসারী সেই খাবি লামের

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৫:৩১

সবচেয়ে বেশি অনুসারীর (ফলোয়ার) দৌড়ে এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছে টিকটক। সেনেগাল বংশোদ্ভূত ২২ বছর বয়সী খাবি লামে ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী চার্লি ডি’অ্যামেলিওকে। বর্তমানে লামের অনুসারীর সংখ্যা ১৪ কোটি ২৭ লাখ। আর চার্লি ডি’অ্যামেলিওর অনুসারী ১৪ কোটি ২৩ লাখ। খবর দ্য ভার্জের।


ইতালিতে বসবাস লামের। টিকটকের ‘ডুয়েট’ ও ‘স্টিচ’ ফিচার ব্যবহার করে পরিচিতি পান তিনি। অন্য টিকটকারদের দেখানো কঠিন কাজগুলো সহজভাবে করার উপায় দেখিয়ে দিয়ে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছান তিনি।


নির্বাক মজার ভিডিও আপলোড করে লাখো ভিউ ও লাইক পান লামে। গত বছর ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাঁর অনুসারীর সংখ্যায় উল্লম্ফন দেখা যায়। লামেকে এক নম্বর করতে অনুসারীরা উদ্যোগী হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও