সামান্য টনসিলেই প্রাক্তন মিস ব্রাজিলের মৃত্যু, সতর্ক থাকুন আপনিও

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৪:৩১

সামান্য টনসিলের অপরেশন। সেটিই যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা কে জানত! অথচ এমন কোনো আভাসও ছিল না। সম্পূর্ণ সুস্থ এবং বড়সড় কোনো অসুখের ইতিহাসও ছিল না তার। কিন্তু তারপরও মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল প্রাক্তন মিস ব্রাজিল গ্লেসি কোরিয়ার। কী হয়েছিল তার? কয়েক মাস আগে টনসিলের সংক্রমণ ধরা পড়ে প্রাক্তন মিস ব্রাজিলের।


চিকিৎসকের পরামর্শে টনসিলের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। তার কয়েক দিন পরেই শুরু হয় অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ। কয়েকদিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন গ্লেসি। এবং চলে যান কোমায়। সেই কোমা থেকে আর ফিরলেন না প্রাক্তন মিস ব্রাজিল। টানা ৭৭ দিন কোমায় থাকার পরে কয়েক দিন আগে মৃত্যু হয়েছে তার। কিন্তু সামান্য টনসিলের অপারেশন কি এত মারাত্মক হতে পারে? প্রশ্ন উঠেছে নানা মহলেই। গ্লেসির পরিবার এবং ঘনিষ্ঠদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি এবং ভুল চিকিৎসাতেই প্রাণ হারাতে হয়েছে তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও