মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে নতুন একটি বিল পাশ হয়েছে মার্কিন সিনেটে। প্রায় ৩০ বছরের মধ্যে এই বিলকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আইন বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ১৫ রিপাবলিকান সদস্য যোগ দিয়ে আইনটি ৬৫-৩৩ ভোটে পাস হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত মাসে নিউ ইয়র্কের বাফেলো এবং টেক্সাসের উভালদেতে এক প্রাইমারি স্কুলে নির্বিচার গুলিবর্ষণ ঘটনায় মোট ৩১ জন নিহতের পর যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর পরেই বন্দুক নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। অবশেষে আইনটি পাস হয়েছে।
বিবিসি জানায়, বিলটিকে এবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হতে হবে। তারপর এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এসব প্রক্রিয়া শেষ হবে।
এই আইনটি গুরুত্বপূর্ণ হলেও অনেক ডেমোক্র্যাট এবং অ্যাক্টিভিস্ট ব্যাপক গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে যা আহ্বান জানিয়েছে তার তুলনায় আইনের প্রস্তাবগুলো অনেক কম। নতুন প্রস্তাবিত আইনে ২১ বছরের কম বয়সের বন্দুক ক্রেতাদের অতীত ইতিহাস কঠোরভাবে খতিয়ে দেখা হবে।