কাঠের চামচ ও স্প্যাচুলা
রান্নার সময় কাঠের লম্বা স্প্যাচুলা ও চামচ ব্যবহৃত হয়। এগুলো সহজে নষ্ট হয় না। তবে অনেক দিন ব্যবহারের ফলে স্প্যাচুলার সম্মুখভাগ তাপে কালো হয়ে যায়। অনেক দিন ব্যবহারের পর যদি এই স্প্যাচুলা নতুন আঙ্গিকে ব্যবহারের উপযোগী করে তুলতে চান, তাহলে ভাবতে পারেন নতুন করে।
অন্দরসজ্জায়
স্প্যাচুলা ভালো করে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। এবার সাদা অ্যাক্রিলিক রং দিয়ে পুরো চামচ রং করে নিন। রং শুকিয়ে এলে তার ওপর পছন্দসই রং বুলিয়ে নিন। এরপর মনের মতো নকশা করুন। নকশা করা এই স্প্যাচুলা বা চামচ খাবার ঘরের দেয়ালে ডেকোরেটিভ আইটেম হিসেবে রাখতে পারেন।
বারান্দার গ্রিলের কোনায় স্প্যাচুলা আড়াআড়ি করে রাখুন। এবার গাছের লতা এলিয়ে দিন। দেখতে দারুণ লাগবে।
চাবির হ্যাঙ্গার
স্প্যাচুলা রং করে এর ওপর হ্যাঙ্গিং স্ক্রু লাগিয়ে দেয়ালে আড়াআড়িভাবে সেট করে দিন। এবার রোজকার প্রয়োজনীয় চাবিগুলো ঝুলিয়ে রাখুন।
ইপেপারে দেখুন