পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটির বর্তমান জোট সরকারের শরিক দলগুলো আতঙ্কে ছিল যে তিনি লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিতে পারেন। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এ কথা বলেন। খবর জিও নিউজের।
‘সরকার পরিবর্তনে ষড়যন্ত্র ও পাকিস্তানের অস্থিতিশীলতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমি ফাইজকে সেনাপ্রধান নিয়োগ দিতে চেয়েছিলাম, তারা সেই আতঙ্কে ভুগছিল। তাদের ভয় ছিল যদি এমনটা হয়, সেটা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে।’
ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, বর্তমান শাসকেরা সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) ভয়ে আছে। কারণ, তারা জানে তাদের দুর্নীতি একটা সময় ধরা হবে।
পিটিআই চেয়ারম্যান বলেন, ‘ইমরান খান তার নিজের দুর্নীতি রক্ষা করতে চায় না, সে নিজের সেনাপ্রধান নিয়োগ দিতে চায় না।’
পছন্দের সেনাপ্রধান নিয়োগ নিয়ে ক্ষমতাসীনদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাউকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা আমি কখনো করিনি। যোগ্যতা বিবেচনার বাইরে আমি কখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস ও প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের লোক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
সরকার পরিবর্তনের ষড়যন্ত্র প্রসঙ্গে ইমরান খান বলেন, কোনো দেশের ভালোর জন্য যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন করে না। এটা তারা করে নিজেদের স্বার্থে আমাদের স্বার্থে নয়।