চট্টগ্রামে হাতির দাঁতসহ দুজন ধরা
চট্টগ্রাম নগরীর একটি ভবনে তল্লাশি চালিয়ে হাতির দাঁতসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
চান্দগাঁও এলাকায় গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার ও হাতির দাঁত উদ্ধারের করা হয় বলে বৃহস্পতিবার র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও শহিদুল আলম (৪০)। তাদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি ও শহিদুলের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-৭ হাটাহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি ভবনে হাতির দাঁত নিয়ে কিছু লোক অবস্থান করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে