কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নগদ ব্যয়ের শর্ত শিথিলের দাবি ফরেন চেম্বারের

প্রথম আলো প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৭:৫৬

২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করহার আড়াই শতাংশ করে কমানো হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, বছরে ১২ লাখ টাকার বেশি ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। এই শর্ত মানতে না পারলে আগের মতোই কর দিতে হবে।


বাজেটের এই প্রস্তাব সংশোধনের দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি বা এফআইসিসিআই)। শতভাগ ব্যাংকিং লেনদেনের পরিবর্তে আপাতত ৫০ শতাংশ ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার বিধান চায় সংগঠনটি। পরের বছর থেকে ধারাবাহিকভাবে এই ব্যয় ১০ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব করে তারা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফরেন চেম্বারের সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও